পাকিস্তান দলের ওপর পাথর হামলা!
ঢাকা: ক্ষুব্ধ ডিন জোন্সের টুইট, হচ্ছেটা কী? হতাশা ঝরেছে মাহেলা জয়বর্ধনের কণ্ঠেও। সাবেক লঙ্কান অধিনায়ক বললেন, সঠিক চেতনা থেকে খেলার ফলাফল গ্রহণ করা উচিত। দর্শকরা খুব খারাপ একটা কাণ্ড ঘটিয়েছেন। আশা করছি, সব শ্রীলঙ্কা ভক্তদের ওপর এটা আছর করবে না।
কিন্তু আসল ঘটনাটা কী? অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কান দুই গ্রেট কেন এত হতাশ? এর কারণ- ক্রিকেট আবারও কলঙ্কিত হয়েছে। কেননা রোববার শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ক্রিকেটারদের ওপর দর্শক হামলা হয়েছে! মাঠে পাকিস্তানি ফিল্ডারদের ওপর পাথর মারা হয়েছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে গ্যালারি থেকে পাথর মারা হয়েছে মাঠে। আর ফিল্ডিং করার সময় তা পাকিস্তানের এক ক্রিকেটারের গায়ে লাগে। অনাহুত এই ঘটনার কারণে আধ ঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। গ্যালারিতে অল্পস্বল্প মারামারিও হয়। ফলে মাঠে ডাকা হয় নিরাপত্তা বাহিনীকে।
শেষে কড়া নিরাপত্তায় দুই দলের ক্রিকেটারকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। যদিও খেলা আবারও মাঠে গড়াতে খুব বেশি সময় লাগেনি। পরে ম্যাচ শুরু হলে ইয়াসির শাহের বোলিং দাপটে ১৩৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। আর পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








