News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ২০ জুলাই ২০১৫
আপডেট: ১১:২৫, ১৮ জানুয়ারি ২০২০

দাপট দেখিয়ে সমতায় ফিরলো অসিরা

দাপট দেখিয়ে সমতায় ফিরলো অসিরা

ঢাকা: শেষ পর্যন্ত ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের আশঙ্কাই সত্যি হলো। অ্যালিস্টার কুকরা অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ জিতলে শিষ্যদের সতর্ক করেছিলেন অস্ট্রেলিয়ান মগজাস্ত্র। বেল-রুটদের পইপই করে বলেছিলেন, ‘আহত’ অস্ট্রেলিয়া আরও বেশি ভয়ংকর। ক্রিকেট মক্কা লর্ডস টেস্টে সেটাই প্রমাণ করলো অস্ট্রেলিয়া। রোববার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে।

এর আগে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ১৬৯ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে সব বিভাগেই দাপট দেখিয়েছে মাইকেল ক্লার্ক অ্যান্ড কোং। লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ড সফরকারীদের ১০টি উইকেট তুলে নিতে সমর্থ হয়। সেই জায়গায় অস্ট্রেলিয়া স্বাগতিকদের ২০টি উইকেটই তুলে নেয়। ইংল্যান্ড দুই ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে ৪১৫ রান যোগ করে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ক্রিস রজার্সই ৪৯৫ রান সংগ্রহ করেন। তারপরও ম্যাচ বাঁচানোর সুযোগ ছিল কুক বাহিনীর। সেজন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচটি সেশন ব্যাট করতে হত ইংল্যান্ডকে। কিন্তু ৩৭ ওভার ব্যাট করতেই অলআউট ইংল্যান্ড। ফলে টেস্টের চতুর্থ দিনেই হার বরণ করতে হয় তাদের।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে স্টিভ স্মিথের ২১৫ ও ক্রিস রজার্সের ১৭৩ রানে ভর করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৬৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ১৪৯ ওভার ব্যাট করে তারা। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড চারটি উইকেট শিকার করেন। দুটি উইকেট ঝুলিতে ভরেছেন জো রুট। এর জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৯০.১ ওভার ব্যাট করে ৩১২ রানেই গুটিয়ে যায়। অ্যালিস্টার কুক ৯৬ ও বেন স্টোকস ৮৭ রান সংগ্রহ করেন। ফলে ফলোঅনে পড়ে ইংল্যান্ড। কিন্তু স্বাগতিকদের ফলোঅন না করিয়ে আবারও ব্যাট করে ২ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অসিরা। ৪৯ ওভার ব্যাট করে তারা। ফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। কিন্তু কুক বাহিনী নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ১০৩ রানেই অলআউট হয়। আর হার মানে ৪০৫ রানের বিশাল ব্যবধানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়