পাকিস্তানের বিশাল জয়
ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আজহার আলি বাহিনী।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে। দলটির পক্ষে আহমেদ শেহজাদ ৪৪, আজহার আলি ৪৯, মোহাম্মদ হাফিজ ৫৪, সরফরাজ আহমেদ ৭৭, শোয়েব মালিক ৪২ ও মোহাম্মদ রিজওয়ান ৩৫ রান সংগ্রহ করেন। শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ও সাচিথ পাথিরানা একটি করে উইকেট শিকার করেন।
এরপর ৩১৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৪১.১ ওভারে ১৮১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করেন লাহিরু থিরিমান্নে। এছাড়া কুশল পেরেরা ২০, তিলকারত্মে দিলশান ১৪, উপাল থারাঙ্গা ১৬, দিনেশ চান্ডিমাল ১৮ ও তিসারা পেরেরা ১২ রান করে আউট হন।
পাকিস্তানের ইয়াসির শাহ ৪টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও আনোয়ার আলি। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সরফরাজ আহমেদ।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








