দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের হার
ঢাকা: সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১০ রানে হেরে গেছে ভারত। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে চামু চাকাভা ও গ্রায়েম ক্রেমারের নৈপূণ্যের কাছে হার মানে আজিঙ্কা রাহানে বাহিনী। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় অমিমাংসিতভাবে শেষ হয়।
এদিন স্বাগতিক দলের নিয়মিত অধিনায়ক এলটন চিগম্বুরা ছিলেন না, তার বদলে অধিনায়কত্ব পালন করেন সিকান্দার রাজা। তাতেই যেন ভাগ্য খুলে যায় জিম্বাবুয়ের। যদিও টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে খুব বড় রান জমাতে পারেনি ডেভ হোয়াটমোরের শিষ্যরা। বলার মত রান কেবল চামু চাকাভার ৬৭, হ্যামিল্টন মাসাকাদজার ১৯ ও শেন উইলিয়ামসের ১৭। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ভারতের ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা দুটি করে উইকেট নেন।
এরপর লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সমর্থ হয় ভারত। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান এসেছে রবিন উথাপ্পার ব্যাট থেকে। টপ অর্ডারে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে (৪), মনিশ পাণ্ডে (০) ও কেদার যাদব (৫)। মিডল অর্ডারে স্টুয়ার্ট বিন্নি ২৪ ও সঞ্জু স্যামসন ১৯ রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার তিনটি উইকেট শিকার করেন। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন চামু চাকাভা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








