জাহানারা ইস্যুতে মুখ খুললেন বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেটের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম জাতীয় দলে নিজের প্রতি আচরণ, অব্যক্ত কষ্ট এবং যৌন হেনস্তার অভিযোগ তোলেন। সেখানে তিনি সাবেক নির্বাচক, ইনচার্জ, ম্যানেজারসহ একাধিক কর্মকর্তা ও ক্রিকেটারের নাম উল্লেখ করেন।
রবিবার (৯ নভেম্বর) দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “ভিডিও সাক্ষাৎকারটি দেখার পরই আমরা তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছি। অ্যাপ্লাইড ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে গঠিত কমিটি স্বাধীনভাবে কাজ করবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।”
তিনি আরও জানান, কমিটির প্রতিবেদন বিসিবিতে জমা দেওয়ার পর তা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুলবুল বলেন, “কমিটি শুধু জাহানারার অভিযোগই নয়, এরকম অন্য কোনো অভিযোগ থাকলে সেগুলোও খতিয়ে দেখবে।”
ওএসডি করা চার কর্মকর্তার বিষয়ে তিনি জানান, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় নারী দলের তরুণ পেসার মারুফা আক্তার সম্পর্কে বুলবুল বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে মারুফার ইনসুইং দেখে ধারাভাষ্যকাররাও মুগ্ধ হয়েছেন। ভাগ্য ভালো থাকলে দলটি বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারত।”
আরও পড়ুন: জাহানারার অভিযোগে ৪ কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি
বিসিবি সভাপতি আরও জানান, এখন থেকে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে জেলা বা বিভাগ নির্বিশেষে সব খেলোয়াড় সমান সুযোগ পান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








