মেসি ছাড়াই সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামি সেমিফাইনালে
ছবি: সংগৃহীত
ইন্টার মায়ামি লিগস কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই জয়ে দলের প্রধান তারকা লিওনেল মেসির অনুপস্থিতি অনুভূত হয়নি, কারণ লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় নিশ্চিত হয়।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ
- ২৩ মিনিটে প্রথম গোল: মায়ামির আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজ টাইগ্রেসের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে প্রথম গোল করেন।
- ৬৭ মিনিটে টাইগ্রেসের সমতাসাধন: আর্জেন্টিনার ফরোয়ার্ড আঞ্জেল কোরেয়া টাইগ্রেসের হয়ে গোল করে ম্যাচে সমতা আনে।
- ৮৯ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোল: আবারও পেনাল্টি থেকে সুয়ারেজ গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধ শেষে অতিরিক্ত সময়ের পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ফলে তাকে ডাগআউট ছাড়তে হয় এবং দ্বিতীয়ার্ধে দলের সঙ্গে থাকতে পারেননি। তবে তিনি ডাগআউটের ওপরে ভিআইপি সিটে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গে যোগাযোগ করে দলের নির্দেশনা দেন। এটি লিগস কাপের নিয়ম ভঙ্গের শামিল হলেও, মায়ামি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রথমার্ধে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা পায়ের নিচের অংশে চোট পান। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি এবং তার পরিবর্তে নোয়া অ্যালেন মাঠে নামেন। চোটের কারণে আলবা সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
মায়ামি সেমিফাইনালে মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটির সঙ্গে, যারা টোলুকাকে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ওরল্যান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে দুটি পেনাল্টি সেভ করেন এবং একটি পেনাল্টি থেকে গোল করেন, যা তাদের জয় নিশ্চিত করে।
এই জয়ে মায়ামি লিগস কাপের সেমিফাইনালে পৌঁছেছে এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের টিকিট অর্জনের পথে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








