মোট জনসংখ্যার ৫ শতাংশই ক্রিকেটার!
ঢাকা: সাম্প্রতিক একটি জরিপে অবিশ্বাস্য তথ্য উঠেছে। সেটা হলো অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৫ শতাংশই ক্রিকেটার।
দেশটির সর্বশেষ আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটির ১৫ লাখের সামান্য বেশি। তার মধ্যে ১২ লাখের বেশি জন ক্রিকেট খেলে থাকেন। অর্থাৎ, দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে রাগবি ও ফুটবল খেলাও ব্যাপক জনপ্রিয়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে ক্রিকেট। অন্তত গবেষক স্ট্রিট রায়ানের প্রতিবেদন তেমন চিত্রই প্রকাশ করছে। সাম্প্রতিক ওই গবেষণায় দেখা গেছে উত্তরোত্তর ভাবে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। আর খেলাটিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে।
বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বলেন, “এটি আমাদের ক্রিকেটের জন্য দারুণ একটা ইঙ্গিত। আসলে যখন আপনি জানবেন, আপনার পছন্দের খেলায় বৎসরে নয় শতাংশ অংশগ্রহণ বাড়ছে তখন আনন্দিত না হয়ে উপায় থাকে না। এটা আমাদের জন্য সন্তুষ্টির।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








