News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৭, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

সমতা ফেরাল নিউজিল্যান্ড

সমতা ফেরাল নিউজিল্যান্ড

ঢাকা: সিরিজের প্রথম ওয়ানডেতে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড গড়া জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।

মঙ্গলবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে প্রতিপক্ষকে দশ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কেন উইলিয়ামসন বাহিনী। জোড়া সেঞ্চুরির দিনে ইনিংসের ৭ দশমিক ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে ব্লাক ক্যাপসরা।

এদিন প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৯৫ বলে অনবদ্য সেঞ্চুরি হাঁকান স্বাগতিক দলের ব্যাটসম্যান সিকান্দার রাজা। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন স্পিনার ইশ সোধি।

এরপর লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে মার্টিন গাপটিল (১১৬) ও টম লাথামের (১১০) জোড়া সেঞ্চুরিতে ইনিংসের ৪২.২তম ওভারে ২৩৬ রানের জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছায় নিউজিল্যান্ড।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়