News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

যে কারণে ফেরানো হচ্ছে স্টুয়ার্ট ল’কে

যে কারণে ফেরানো হচ্ছে স্টুয়ার্ট ল’কে

ঢাকা: আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। তবে এবার মাশরাফিদের জন্য নয়, অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা হিসেবে আসছেন সাবেক কুইন্সল্যান্ড ম্যানেজার। ঘরের মাঠে যুবাদের টি-টোয়েন্ট বিশ্বকাপ জয়ের আশায় স্টুয়ার্ট ল-কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৬ সপ্তাহের জন্য ঢাকায় আসছেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান ২০১১ সালে টাইগারদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সেবার তার ১০ মাসের কোচিংয়ে দারুণ সাফল্য পায় টাইগাররা। যার ফল হিসেবে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালও খেলে লাল-সবুজ পতাকাধারীরা।

তবে বিসিবির সঙ্গে প্রথমবার দায়িত্ব পালনকালে আচমকা দেশে ফেরেন স্টুয়ার্ট ল। কিন্তু সোমবার তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকতা নিজামউদ্দিন চৌধুরী বলেন,“যুব পর্যায়ে স্টুয়ার্ট দারুণ অভিজ্ঞ। তাই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানে তার পরামর্শ কাজে লাগতে পারে। সে কারণেই তাকে নিয়োগ দেয়া হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপে এবার আমরা স্বাগতিক। তাই আমাদের আশাও অনেক বেশি। আর স্টুয়ার্ট যুব ক্রিকেটে দারুণ দক্ষ। তার ক্রিকেট ক্যারিয়ার যেমন উজ্জ্বল তেমনি কোচিংয়েও তিনি পারদর্শী। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাকে শিবিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”

২০১২ সালের এপ্রিলে বাংলাদেশ ত্যাগের পর স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স দলের কোচ হয়েছিলেন। একই বছর তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপে কোচ ছিলেন। ২০১৩ সালে তিনি অজিদের মূল দলের ব্যাটিং কোচ হয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়