নতুন রেকর্ডে অস্ট্রেলিয়ার পাশে বাংলাদেশ
ঢাকা: বছর শেষ হতে এখনও পাঁচ মাস বাকি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যেই সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেছে চলতি বছর। এই বছরে এর মধ্যেই ৮২টি সেঞ্চুরি হয়ে গেছে। সংখ্যার হিসেবে যা গেল বছরের চেয়ে তিনটি বেশি। আর এক দশকের মধ্যে সর্বোচ্চ।
দেশ হিসেবে এই বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ১৩টি সেঞ্চুরি আছে ১৯৯৬ সালের বিশ্বজয়ী দলটির উইলোম্যানদের। কম যায়নি নিউজিল্যান্ডও। ১২টি শতক আছে ব্লাক ক্যাপস ব্যাটসম্যানদের। ১১টি সেঞ্চুরি উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকানরা। সমান ৮টি করে সেঞ্চুরি ভারত ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ৬টি করে সেঞ্চুরি নিয়ে একই কাতারে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। পাঁচটি সেঞ্চুরি মালিক পাকিস্তানি ব্যাটসম্যানরা। তিনটি ওয়েস্ট ইন্ডিজের, দুটি আয়ারল্যান্ডের এবং একটি করে সেঞ্চুরি স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাতের।
এই বছরে ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি মালিক কুমার সাঙ্গাকারা। গত বিশ্বকাপে টানা পাঁচটি শতক উপহার দেন লঙ্কান ব্যাটিং প্রতিভা। তিনটি করে সেঞ্চুরি ইংল্যান্ডের জো রুট, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। দুটি সেঞ্চুরি আছে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদেরও।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








