পর্বতের ১১৩০ মিটার উঁচুতে ‘কিবলা মসজিদ’
তুরস্কের রাইজ প্রদেশের কিবলা পর্বতের চূড়ায় নির্মিত মসজিদের পুনঃনির্মাণ কাজ শেষ করে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্বত চূড়ায় নির্মিত এই মসজিদটির নাম ‘আল কিবলা মাউনটেইন মস্ক’। ১৯ শতকের শুরুর দিকে মসজিদটি প্রথম নির্মাণ করা হয়। পুনঃনির্মিত মসজিদে ৪৫ বর্গমিটার জায়গা নারী নামাজিদের জন্য সংরক্ষিত রয়েছে। হুররিয়েত ডেইলি নিউজ।
তুরস্কের রেইজ প্রদেশের ঘুনি সু এলাকায় ওই পর্বতের প্রায় ১১৩০ মিটার উঁচুতে অবস্থিত এই মসজিদটি। এ এলাকায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জন্মস্থান। কিবলা মসজিদটিকে আরো আকর্ষণীয় ডিজাইনে পুনঃনির্মাণ করে শহরটিকে দৃষ্টিনন্দিত করে তোলা হলো। তুরস্কের অন্যান্য এলাকা থেকে এ এলাকা ভ্রমনকারীদের কাছে বেশ আকর্ষণীয়।

কেবলা পর্বত থেকে ঘুনি সু এলাকা প্রায় সবটাই দেখা যায়। প্রথম নির্মাণের সময় মসজিদটির অবকাঠামো ছিল কাঠের। পরে ১৯৬০ সালের দিকে এক অগ্নিকাণ্ডে এটি পুড়ে যায়। এরপর মসজিদটি কংক্রিটে নির্মাণ করা হয়। ২০১০ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রিসেপ তায়িপ এরদোগান মসজিদটি পরিদর্শন শেষে সেখানে অত্যাধুনিক ডিজাইনে মসজিদটি পুনঃনির্মাণের আদেশ দেন।
কিবলা মসজিদে একত্রে প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের সামনে প্রশস্ত মাঠ, মসজিদ লাগোয়া ইমামের বাসভবন রয়েছে। এর গম্বুজের উচ্চতা যথাক্রমে ১৩ ও ২৭ মিটার।
এছাড়া মসজিদ সংলগ্ন রাস্তা ও পর্বতে উঠার পথে ছোট ছোট বেশ কয়েকটি বিশ্রমাগারও রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








