News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা: নাহিদ

জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা: নাহিদ

কথা বলছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
 
নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।
 
তিনি বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি।

সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার দায় আ. লীগের নেতাকর্মীদের: সালাহউদ্দিন
 
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
 
নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়