News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ আগস্ট ২০২৫

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব নয়: রিজভী

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব নয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণ করা উচিত।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে বর্তমান আওয়ামী আমলের প্রশাসন দিয়ে তা সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের সরাতে হবে।

তিনি পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত নয় এবং যারা পিআর দাবি করে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়।

আরও পড়ুন: ‘আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি’

এ সময় তিনি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়