‘আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি’
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জোটের আলোচনাও হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পর হবে। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে একসাথে তা পালন করা হবে।
রবিবার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দেড়ঘণ্টা বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে কথা বলছেন, তবে আমাদের দলে এখনও কোনো ফরমাল আলোচনা হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, আমরা সবাই একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বও একসাথে পালন করব।”
আরও পড়ুন: জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান
তিনি আরও জানান, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তাই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








