News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অধীনে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দলটি। 

জানা গেছে, নতুন রাজনৈতিক এই দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। 

কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে দলটি। 

নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। দলের সদস্য সচিবের হচ্ছেন আখতার হোসেন। এর বাইরে নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন। তবে এসব সত্যি কিনা সেটা জানা যাবে আর কিছুক্ষণ পরই। 

আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত, যারা থাকছেন

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। 

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়