নির্বাচনী প্রার্থীদের জামিন দিন: জাফর উল্লাহ
ঢাকা: সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মামলা তুলে নেয়া না হলেও তাদেরকে জামিন দেয়া হোক বলে সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফর উল্লাহ চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে এবং সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাফর উল্লাহ বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মামলা তুলে নেয়ার দরকার নেই, তবে তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে পারেন এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন এজন্য তাদেরকে জামিন দেয়া হোক।”
তিনি আরো বলেন, “ক্ষমতা দেখিয়ে, ফ্যাসিবাদ করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাই নির্বাচন কমিশনকে বলবো কারো পক্ষে নয়, নিরপেক্ষ থেকে কাজ করুন। বিএনপি নির্বাচনে এসেছে, এতে আমি খুব খুশি হয়েছি।”
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, “আমি নিশ্চিত আমার স্বামীকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। তাই তাকে ফিরিয়ে দেয়ার দায়িত্বও আইন-শৃঙ্খলা বাহিনীর।”
তিনি আরো বলেন, “আমার স্বামীকে কেন অপহরণ করা হলো? আমি কিছুই চাই না, শুধু আমার স্বামীকে ফেরত চাই। আমার সন্তানদের আমি কোনো জবাব দিতে পারি না।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান বলেন, “এ সরকার বাংলাদেশের শেষ সরকার নয়। যেমন ছিল না ১৯৭৩ সালের সরকারও। তাই বলবো, যারা গুম হচ্ছে তাদের ফিরিয়ে দিন। একই সরকার সবসময় ক্ষমতায় থাকে না। অন্য কেউ সরকারে থাকলে তখনও হয়তো অপহরণ হবে, গুম-খুন হবে।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন বলেন, “বাংলাদেশের জন্য এখন রাত চলছে। আশা করি, দিন আসবে। প্রকাশ্য দিবালোকে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা হবে।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদা বেগম হীরা বলেন, “হিটলারের মতো সরকারের গোপন বাহিনী আছে। সালাহউদ্দিন নিখোঁজ হলো আর সরকার বলল তারা কিছু জানে না। তাহলে এ গোপন বাহিনী কে চালায়?”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিক উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি সাহবুদ্দিন আহমেদ রেজা প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








