News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২২, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

খালেদাকে গ্রেফতারের দাবিতে ৫ এপ্রিল গণপদযাত্রা

খালেদাকে গ্রেফতারের দাবিতে ৫ এপ্রিল গণপদযাত্রা

ঢাকা: খালেদা জিয়াকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ৫ এপ্রিল রোববার রাজধানীতে গণপদযাত্রা করবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।

বুধবার ঢাকায় বিসিআইসি অডিটরিয়ামে বিসিআইসি শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় একথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক শাজাহান খান।

রোবাবার বিকাল ৩ টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সমবেত হয়ে সেখান থেকে গণপদযাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এসে শেষ হবে।

সভায় শাজাহান খান বলেন, “আমাদের আন্দোলন সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাব। সন্ত্রাস করে যারা দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে চায় বাংলার মাটিতে তাদের এবং তাদের হুকুম দাতাদেরও বিচার করা হবে। কোনো ব্যক্তিগত এজেন্ডা নয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন।”

শাজাহান খান খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, “বাংলার মানুষ হরতাল-অবরোধ মানে না। আপনাকে গণতন্ত্রের পথে আসতে হবে। গণতন্ত্রের পথে আসলে রাজনৈতিক কোমা থেকে মুক্তি পাবেন।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইস্রাফিল আলম, সংসদ সদস্য  শিরীন আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান, বিদুৎ শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া, সোনালী ব্যাংক এ্যামপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো: কামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাসান খসরু, অগ্রণী ব্যাংক কর্মচারি ইউনিয়নের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, বদরুদ্দোজা নিজাম এবং লিমা ফেরদৌস প্রমুখ

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়