ইসিতে বিএনপির প্রতিনিধি দল, নির্বাচনে সেনা মোতায়েনের দাবি
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা করতে শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা রধান নির্বাচন কমিশনারের কাছে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের নেতৃত্বে এ প্রতিনিধি দলটি বুধবার বিকেল ৩টার দিকে ইসিতে যায়। আলোচনা শেষে তারা বিকেল সাড়ে চারটায় বেরিয়ে যান।
এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
আরো রয়েছেন, সুজাউদ্দিন আহমেদ, এবি এম আব্দুস সাত্তার, ড. মুশফিকুর রহমান, সাবেক সচিব আব্দুর রশিদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








