সিটি নির্বাচনে প্রহসনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে আরেকটি প্রহসনের আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, “এ সরকার জনগণের ন্যায্য ভোটাধিকার হরণকারী। গণতন্ত্র হত্যাকারী। সংবিধান লঙ্ঘনকারী। সরকারের জুলুম-নিপীড়নে গোটা দেশ আজ এক ভয়ংকর পরিস্থিতিতে নিপতিত। সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “সরকার সমর্থিত প্রার্থীগণ রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীগণ হামলা, মামলা, গ্রেফতার ও গুম হওয়ার আশঙ্কায় নির্বাচনী কার্যক্রমে যথার্থভাবে অংশগ্রহণ তো দূরের কথা, নিজ বাড়িতেও থাকতে পারছেন না।”
দলের এই সেক্রেটারি বলেন, “সরকারের জুলুম নির্যাতন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই চলছে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব। গত ২৯ মার্চ রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও শাহ মখদুম থানা জামায়াতের আমীর ড. আবদুর রহমানের বাড়িতে আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।”
তিনি বলেন, “আজও সারা দেশে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুশ নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু মুহাম্মাদ সেলিম।”
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








