নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই আসে না: এমাজউদ্দীন
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপির সরে আসার কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিএনপিপন্থী শত নাগরিক কমিটির মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “নির্বাচন বয়কটের প্রশ্নই আসে না। আমরা চাই, সব প্রার্থীরা যাতে তাদের ভোটারদের কাছে যোগাযোগ করতে পারেন, যেতে পারেন এবং ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে, সেরকম একটি পরিবেশ নির্বাচন কমিশন নিশ্চিত করবে।”
এর আগে রাত আটটার দিকে ড. এমাজউদ্দীন আহমেদের নেতৃত্বে শত নাগরিক কমিটির প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন- ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, ড. মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন ও অ্যাডভোকেট ফাহিমা নাসরীন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








