News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ২০ আগস্ট ২০২৫

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল। এরপর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক করেন তিনি। বাসায় ফেরার পর হঠাৎ অস্বস্তিবোধ করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: “আগামী কয়েক দিনে অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে”

পরে রাত ১টার দিকে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়