বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও যদি বিতর্কিত নির্বাচন হয়, তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। যারা ইনিয়ে-বিনিয়ে নানা কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।
আরও পড়ুন: কারাগারে খালেদা জিয়ার ওপর নির্যাতনের বিচার দাবি মির্জা আব্বাসের
তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বের পক্ষে ভিন্ন ভিন্ন যুক্তি তুলে ধরছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। এ ধরনের বক্তব্য গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করছে, আর তারা গণতন্ত্রের শক্তি নয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








