News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২০, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৭, ১৮ জানুয়ারি ২০২০

জিয়ার ক্ষমায় ইনু বেঁচে আছেন: রিপন

জিয়ার ক্ষমায় ইনু বেঁচে আছেন: রিপন

ঢাকা: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যে অপরাধ করেছেন জিয়াউর রহমান যদি তাকে সাধারণ ক্ষমা না করতেন তাহলে তিনি বেঁচে থাকতে পারতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

সোমবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিপন এ কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের অন্তত ৫০টি জেলার ৪০০টি উপজেলায় বাধা প্রদানের অভিযোগও করা হয়েছে ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে রিপন বলেন, ‘তার মন্ত্রিত্ব যখন টলমলে অবস্থায় থাকে তখনই তিনি বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিষেদগার করেন। ৭২-৭৫ পর্যন্ত তিনি যে কাজগুলো করেছেন জিয়াউর রহমান যদি তাকে সাধারণ ক্ষমা না করতো তাহলে তিনি বেঁচে থাকতে পারতেন না।’

তথ্য মন্ত্রীকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘অনুঘটক’ হিসেবে অভিহিত করে রিপন বলেন, যারা শেখ মুজিবুর রহমানের হত্যার অনুঘটক হিসেবে কাজ করেছেন এখন তাদের গাড়িতে পতাকা ওড়ে। এটি আওয়ামী লীগ সভানেত্রীর অসহায়ত্ব। তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেদের দোষ আড়াল করতে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেন তৎকালীন জাসদ নেতা হাসানুল হক ইনু। এ সময় রিপন তৎকালীন সেনাপ্রধান কে এম শফিউল্লার ভূমিকারও সমালোচনা করেন।

রিপন বলেন, ‘৭২-৭৫ থেকে তৎকালীন ইনুর গণবাহিনী অপরাধ ঢাকতে অথবা ইনু সম্পর্কে আওয়ামী লীগে যে বিরূপ ধারণা আছে তা ঢাকতেই তিনি এসব কথা বলছেন।’

রিপন বলেন, ‘কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন- “ক্ষমা করতে পারি, ভুলে যেতে পারি না।” এ থেকে বোঝা যায় তিনি কতোটা অসহায়। যারা তাকে মাইনাস করতে চেয়েছেন তাদেরকে তার মন্ত্রিসভায় নিতে হয়েছে। আমরা শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল।’

এসময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলাকে লজ্জাজনক বলেও অভিহিত করেন আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, এ ধরনের ঘটনাকে শুধু দুঃখজনক বললেও ভুল হবে। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন, এ কথা বলতেও লজ্জা লাগে।

নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়