কুমিল্লা দ. জেলা জাতীয় পার্টির সম্মেলন ৬ সেপ্টেম্বর
ঢাকা: আগামী ৬ সেপ্টেম্বর (রোববার) কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলন আয়োজন উপলক্ষে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের সংসদ ভবনস্থ কার্যালয়ে দলটির চেয়ারম্যানের উপস্থিতিতে কুমিল্লা জেলা নেতৃবৃন্দের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে জেলা সম্মেলন সফল করার জন্য সর্বাত্মকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার জন্য পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব নির্দেশ প্রদান করেছেন।
নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








