শাবিপ্রবির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বি চৌধুরীর
ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামালার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বা একাধিক বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে ভবিষ্যতে এমন ঘটনা কমে আসবে।”
তিনি আরো বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শিক্ষকদের যেভাবে আক্রমণ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








