News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৮, ১৮ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগে ‘হাইব্রিড’র প্রয়োজন নাই: ও. কাদের

আওয়ামী লীগে ‘হাইব্রিড’র প্রয়োজন নাই: ও. কাদের

রাজশাহী: বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগে নেওয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে হাইব্রিডের দরকার নাই। তারা এসে অপকর্ম করে আবার চলে যাবে। দেশের কোথায় কোথায় হাইব্রিড নেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্থানীয়ভাবে বিএনপি-জামায়াতকে সংগঠনে নেওয়া হলেও তাদের চূড়ান্ত অনুমোদন শেখ হাসিনার কাছ থেকেই নিতে হবে। শেখ হাসিনা তাদের দলে নেবার চূড়ান্ত অনুমোদন দেবেন না।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে জাসদ ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার বিতর্ক নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকিবহাল আছেন। এনিয়ে দলীয় ফোরামেই আলোচনা হবে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা-রাজশাহী মহাসড়ক ধরে মন্ত্রী রাজশাহী আসেন। তিনি বলেন, ‘সারাদেশের ২২টি মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করা হয়েছে। বৃষ্টিতে অনেক মহাসড়কের ক্ষতি হয়ে গেছে। তা সরেজমিনে দেখার জন্য সড়ক পথে এসেছি।’ সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়ক চার লেন, ছয় লেন করে লাভ নেই। প্রয়োজন মানুষকে সচেতন করা। থ্রি-হুইলার, অটোরিকসা চলাচল বন্ধ করার পর অনেকেই বলেছেন- গরীবের পেটে লাথি দেওয়া হলো। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব গবীর যদি মরে যায়, তবে তাদের পেট কোথায় থাকবে? আগে মানুষকে বেঁচে থাকতে হবে। তারপর পেটের চিন্তা করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়কটি বর্তমানে ২০ ফিট চওড়া। এই সড়কটিকে ৩০ ফিট চওড়া করা হবে। তবে শুধু সড়ক চওড়া করলেই হবে না। মানুষকে সচেতন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। সড়কে হেলমেট পড়েই বাইক চালাতে হবে। এজন্য মানুষকে সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি- সাংবাদিকদেরকেও এগিয়ে আসতে হবে।’

মতবিনিময়কালে সার্কিট হাউসে উপস্থিত ছিলেন- রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রমূখ।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়