‘জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে তারেকের বিরুদ্ধে চার্জশিট’
ঢাকা: দেশে যখন খুন, হত্যা অরাজকতা বেড়ে চলেছে তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ্যে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘নিত্য পণ্যের দাম নাগালের বাইরে থাকায় যখন জনগণ ক্ষুদ্ধ। খুন খারাপি যখন চরম পর্যায়ে, হিন্দু সম্প্রদায়ের সম্পদ দখলের ঘটনা যখন সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক ও বানোয়াট অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার পর যেসব
গল্প বলা হয়- তা যেমন দেশবাসী বিশ্বাস করে না তেমনি এই আষাঢ়ের গল্পও জনগণ বিশ্বাস করে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে দ্বায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। সেই লক্ষ্যেই আমারা দাবি করছি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি প্রতিযোগীতামূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন। আর এই ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে সরকারকে বিএনপি শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট অহমদ আজম খান, মীর মোহাম্মদ নাসির, মো. শাহজাহান, ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আবদুল সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমূখ।
নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








