কাজী জাফরের মৃত্যুতে কর্নেল অলির শোক
ঢাকা: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
বিবৃতিতে কর্নেল অলি আহমদ সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন করেন কাজী জাফর আহমদ।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








