ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে: আশরাফ
ঢাকা: ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আর সে কারণে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার ১১ বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, “ঐক্যবদ্ধ না থাকলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে।”
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার জন্য ১৪ আগস্ট রাত বেছে নেওয়া হয়েছিল, কারণ ওই দিন পাকিস্তানের জন্ম। ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। ক্ষমতায় আছি বলেই আমরা নিরাপদ নই। খালেদা জিয়া প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।”
কয়েকদিন আগেও জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে ৭৫-এর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন আশরাফ। এরপর ঢাকাসহ কয়েকটি জেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ছয়জন নিহত হন।
শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








