News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

ব্লগার হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতাশাজনক: হাছান মাহমুদ

ব্লগার হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতাশাজনক: হাছান মাহমুদ

ঢাকা: ব্লগার হত্যার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় হতাশা ব্যাক্ত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অত্যান্ত চৌকশ।কিন্তু সম্প্রতি ব্লগার হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের ভূমিকা চোখে পড়ার মতো নয়।

রোববার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্লগার হত্যা আর জঙ্গিবাদ এক্ই মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নেত্রী জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে জোট গঠন করেছে। এদের সঙ্গে জোট গঠন করে তিনি এদেশে ব্লগার হত্যাকাণ্ড ও জঙ্গিবাদের পটভূমি রচনা করেছেন।

পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে ২০ দলীয় জোটের সম্পর্ক রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন,   বেগম খালেদা জিয়া আপনি জঙ্গিগোষ্ঠিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ করুন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে পেছন থেকে যারা কলকাঠি নেড়েছে, তাদের মধ্যে জিয়াউর রহমানও অন্যতম জানিয়ে হাছান মাহমুদ বলেন, যারা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত শুধু তাদের বিচার করলেই চলবে না। আজ প্রতিজ্ঞা করতে হবে যারা এ হতাকান্ডের পিছনে থেকে কলকাঠি নেড়েছে, তাদেরও বিচার করতে হবে।

এ সময় তিনি বলেন, কোনঠাশা জামায়াত ইসলাম বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনে সক্রিয় রয়েছে। তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়