মামলা-নির্যাতনে ধ্বংস হবে না বিএনপি: রিপন
ঢাকা: দলের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে মাসুদ মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি আবদুর রব হাওলাদার ও ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কাজীকে অন্যায়ভাবে আসামি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিপন।
তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি চলছে হত্যা ও গুম।”
অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পরিকল্পিত ও অসৎ উদ্দেশ্যে এবং ষড়যন্ত্রমূলকভাবে জেলা বিএনপির সিনিয়র নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে।” তিনি অবিলম্বে জেলা বিএনপির ওই তিন নেতার নামে মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান।
নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








