News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫১, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

এরশাদের বিশেষ উপদেষ্টা পদে ফিরলেন ববি হাজ্জাজ

এরশাদের বিশেষ উপদেষ্টা পদে ফিরলেন ববি হাজ্জাজ

ঢাকা: ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে। পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ নিয়োগ দেন।

রোববার গণম্যাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সিটি নির্বাচনে ববি হাজ্জাজ নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এরশাদের সমর্থিত মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে বিশেষ উপদেষ্টার পদ হারান। ববি হাজ্জাজ ২২ মার্চ প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার একদিনের মাথায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেন।

দলের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে ববি হাজ্জাজকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে সে সময় বলা হয়, “বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয় বিধায় পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে (ববি হাজ্জাজ) অব্যাহতি প্রদান করেছেন।”

বিবৃতিতে সই করেছিলেন এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।

বিবৃতিতে বলা হয়, “ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধু বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায় জাতীয় পার্টির সঙ্গে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।”

এর আগের দিন ২১ মার্চ দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন ববি। তবে এরশাদ ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে বাহাউদ্দিন আহমেদ বাবুলের নাম ঘোষণা করেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়