‘একটি হত্যাকাণ্ড জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে’
ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করা হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জয় বাংলা ৭১ লীগ’ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশের একটি হত্যাকাণ্ড গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে। আর সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। যে ঘাতকরা তাকে হত্যা করে তারাই শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে।”
আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








