News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

‘খারাপ ফলাফলের জন্য বিএনপি-জামায়াত দায়ী’

‘খারাপ ফলাফলের জন্য বিএনপি-জামায়াত দায়ী’

ঢাকা: এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় বিএনপি ও জামায়াতের টানা হরতাল-অবরোধকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের ডিজিটাল অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এখা‌নে দুর্ভাগ্য, ‌বিএন‌পি-জামায়াত য‌দি আত্মঘাতমূলক জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড না কর‌ত, পা‌সের হার আরও ভা‌লো হ‌তো।”

প্রধানমন্ত্রী বলেন, “যখন এ পরীক্ষাটা হয় তখন বাংলাদেশে একটি বৃহৎ সমস্যা চলছিল। এটি ছিল মানুষ্য সৃষ্ট। সত্যিই দুর্ভাগ্যজনক। এরপর শুরু হল মানুষ খুন করা, হরতালের নামে গাড়িতে আগুন লাগিয়ে মানুষকে পুড়িয়ে মারা।”

এবার ১০টি বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৭০.২৩, ছেলেদের পাসের হার ৬৯.০৪। মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৩৮ হাজার আটশ ৭২ জন।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়