News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দুদু

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দুদু

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত শামসুজ্জামান দুদু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার রাতে গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দুদু।

এর আগে শুক্রবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান দুদু।

বৃহস্পতিবার নাশকতার চার মামলায় শামসুজ্জামান দুদুকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ নাশকতার সাত মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে অন্তর্বর্তী জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শামসুজ্জামান দুদুর চারটি ও রুহুল কবির রিজভীর আটটি আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়