আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা
ঢাকা: চোখের চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সপ্তাহে তিনি লন্ডন যাবেন। তার লন্ডন যাত্রার সম্ভাব্য তারিখ ১০ আগস্ট। এ ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে অপর একটি সূত্র বলেছে, এটা একান্তই ব্যক্তিগত সফর। চোখের চিকিৎসার কথা বলা হলেও মূলত ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান এবং নাতনি জায়মা রহমানকে দেখতে লন্ডন যাচ্ছেন তিনি।
চিকিৎসা শেষে দেশে ফিরে দল পুনর্গঠন প্রক্রিয়া জোরদার করবেন বলেও জানায় সূত্রগুলো।
এর আগে গত ২০১০ সালের মে মাসে লন্ডনে যান খালেদা জিয়া। পূর্ব লন্ডনের গোরস ভেনর নামের হোটেলে মায়ের সঙ্গে সস্ত্রীক দেখা হয় তারেক রহমানের। ওই সময় স্থানীয় একটি হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের চিকিৎসাসেবা নেন খালেদা জিয়া। এখন চোখের সমস্যা দেখা দেওয়ায় লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি প্রধান।
২০১৪ সালের রমজানে খালেদা জিয়া ও তারেক রহমানের দেখা হয় সৌদি আরবে। সে সময় তারেক রহমান পুরো পরিবার নিয়ে ওমরাহ করতে যান। গত রমজানের শেষের দিকে খালেদা জিয়া এবং তারেক রহমানের ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত তাদের সেখানে যাওয়া হয়নি। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলন চলাকালে চলতি বছরের ২৪ জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান।
খালেদা জিয়ার লন্ডন সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। সরকারবিরোধী দুটি আন্দোলন ব্যর্থ হওয়ার পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে দলটি। দলে বেশকিছু পরিবর্তনও আসতে পারে। এ ব্যাপারে দলের দুই শীর্ষ নেতা মা ও ছেলের বিশদ আলাপ-আলোচনার ব্যাপার রয়েছে।
লন্ডন বিএনপির একজন সিনিয়র নেতা জানান, লন্ডনে গেলে সে দেশের সরকারের উচ্চপদস্থ কয়েক ব্যক্তির সঙ্গে খালেদা জিয়া দেখা হতে পারেন। তাছাড়া ব্রিটিশ পার্লামেন্টের এমপি বাংলাদেশের বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া সেখানকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এমন প্রত্যাশা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
নিউজবাংলাদেশ/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








