News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

‘নিজেদের স্বার্থে রাজনীতিতে তৎপর আ.লীগ-বিএনপি’

‘নিজেদের স্বার্থে রাজনীতিতে তৎপর আ.লীগ-বিএনপি’

ঢাকা: আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জাতীয় স্বার্থ নেই, তাই তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এনডিএফ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল, ভারতের আন্তঃনদী সংযোগ মহাপ্রকল্প বাংলাদেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
 
নিলু বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জাতীয় স্বার্থ নেই, তাই তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিএনপির আন্দোলন ভালো ছিল। এখন তারা বলে বেড়াচ্ছে, তত্ত্বাবধায়ক নয়, সুষ্ঠু পরিবেশ হলে যে কোনো সরকারের অধীনেই তারা নির্বাচন করবে।”

তিনি আরো বলেন, “মূল কথা হচ্ছে, বিএনপিকে ৫০-৬০টি সিট দিয়ে যে কোনো নির্বাচন হলেই সেটি সুষ্ঠু নির্বাচন হবে, এটিই হলো বিএনপির দাবি।”
 
আলোচনা সভায় নিলু বলেন, “বাংলাদেশের দরকার সাহসিকতার সাথে পানি সমস্যা নিয়ে আলোচনা করা। কারণ আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা সম্ভব।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ উদ্দীন চৌধুরী, মহাসচিব অ্যাড. মিজানুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলামিস্ট মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

নিউজবাংলাদশে.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়