ছিটমহল স্বাধীন হওয়ায় আনন্দিত বিএনপি
ঢাকা: ছিটমহল স্বাধীন হওয়ায় আনন্দ প্রকাশ করে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “৫২ হাজার মানুষের ৬৮ বছরের কান্না ভেজা মুক্তির আনন্দে আমরাও আনন্দিত।”
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিপন বলেন, “শুক্রবার রাত ১২টার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট জাতীয় পার্লামেন্টে র্যাটিফাই হওয়ায় ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়ে দু’দেশের পতাকা উড্ডীন হয়েছে সেখানে।”
বাংলাদেশের নতুন ৫২ হাজার নাগরিক যাতে সংবিধান অনুযায়ী সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিপন বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে মিশে যাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সকল উদ্যোগ নেওয়ার জন্যও আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








