খালেদার উদ্দেশে হুদা
১৫ আগস্ট কেক না কেটে শোক প্রকাশ করুন
ঢাকা: ১৫ আগস্ট জন্মদিনের কেক না কেটে শোক দিবসে শোক প্রকাশ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সাবে যোগাযোগ মন্ত্রী ও জাতীয় জোট বিএনএফের চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশে এ আহ্বান জানান।
তিনি বলেন, “১৫ আগস্ট খালেদা জন্মগ্রহণ করতে পারেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাতীয় শোক দিবসে আপনি কেক কাটতে পারেন না। কেক না কেটে শোক প্রকাশ করুন।”
খালেদাকে অন্য যে কোনো দিন কেক কাটার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, “জাতীয় স্বার্থে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অংশগ্রহণ করুন। এটি জাতির জন্য দুঃখজনক বিষয় যে, জাতীয় শোক দিবসেও আমরা ঐক্যবদ্ধ হতে পারি না।”
নাজমুল হুদা বলেন, “বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি ছিলেন বিশ্বনেতা। তার শাহাদাত দিবসে তাই দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকেই শোক দিবস পালন করা উচিত। অথচ দুঃখজনক হলেও সত্য, বর্তমানে দেশে গুরুত্বপূর্ণ দিবসগুলোকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








