News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৫, ১৭ আগস্ট ২০১৯
আপডেট: ২৩:২৩, ২৯ জানুয়ারি ২০২০

অবসরের জন্য দুই মাস সময় চেয়েছেন মাশরাফি-পাপন

স্পোর্টস রিপোর্টার

অবসরের জন্য দুই মাস সময় চেয়েছেন মাশরাফি-পাপন

আগামী দুই বছরের জন্য টাইগারদের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডমিঙ্গো। জাতীয় দলের কোচ বাছাইয়ের জন্য ক্রিকেটারদের সাথেও আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টেস্ট-টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানদের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনই অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিসিবির প্রধান। 

শনিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,“মাশরাফির সঙ্গে কোচ নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। যেহেতু সে একজন ক্যাপ্টেন। সাকিব আল হাসানের সাথেও কথা হয়েছে সেও ক্যাপ্টেন। মাশরাফির সাথে অবসরের বিষয়টি নিয়ে কথা হয়েছে। তার জন্য জিম্বাবুয়ের সাথে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করবো কিনা। সেটা জানতে চেয়েছিলাম। তবে মাশরাফি অবসরের সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় চেয়েছেন।”

বিসিবি নীতিগতভাবে মাশরাফিকে অবসরের সুযোগ করে দিতে বদ্ধপরিকর। সে সুযোগ করে দিতেই জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানোর চিন্তা করছে। তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি জিম্বাবুয়ের সাথে খেলে যাতে মাশরাফি অবসরের ঘোষণা দিতে পারেন।

যেহেতু আগামী বছর মে মাসের আগে টাইগারদের কোনো ওয়ানডেই নেই। দেশের মাটিতে ওয়ানডে অন্তত আগামী এক বছরে নেই। তাই এমনটা চিন্তা ভাবনা করছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়