News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ১৭ আগস্ট ২০১৯
আপডেট: ০৯:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ইয়াবাসহ আটক বরগুনা পৌর মেয়রের ছেলে

ইয়াবাসহ আটক বরগুনা পৌর মেয়রের ছেলে

পৌর মেয়র মো. শাহাদাতের পাশে ছেলে মামুন

বরগুনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের ছেলে নাসির আল মামুনকে একশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুনকে গ্রেফতারকারী পল্টন থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে নাসির আল মামুনকে তল্লাশি করেন তিনি। এ সময় মামুনের প্যান্টের পকেট থেকে একশ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, “গ্রেফতার মামুনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার মামুনকে আদালতে পাঠানো হবে।”

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়