সড়কের সাবেক নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার

অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সহকারী মাহবুল আলম রাজধানীর রমনা মডেল থানায় বাদী হয়ে ওই দুই মামলা দায়ের করেন।
বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামানের দাখিল করা সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে তথ্য প্রদান এবং ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ভঙ্গ করেছেন। ফলে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ৬৭।
নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামানের স্ত্রী নাসিমা জামান সম্পদ বিবরণীতে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৯ টাকার সম্পদের তথ্য গোপন করে তথ্য প্রদান এবং ২ কোটি ৪ লাখ ৪ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ভঙ্গ করেছেন। ফলে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ৬৮।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে