গানের শুটিংয়ে শাকিব-বুবলী তুরস্কে
বিনোদন ডেস্ক

ফাইল ফটো
ঢালিউডের সফল জুটি শাকিব খান-বুবলী। ঈদের ছবির গানের শুটিংয়ের জন্যই তারা তুরস্কে গেছেন।
মঙ্গলবার রাতে শাকিব খান ফিল্মসের দ্বিতীয় ছবি ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের দৃশ্যধারণ হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে।
সোমবার এফডিসিতে এই ছবির টাইটেল গানের দৃশ্যায়ন শেষ হয়েছে। এতে অংশ নিয়েছেন শাকিব খান, বুবলী, ইমন।
জানা গেছে, বাংলাদেশ থেকে ১০ জনের একটি টিম নিয়ে যাচ্ছেন ছবির পরিচালক মালেক আফসারী। এ ছাড়া ভারত থেকে বড় একটি নাচের টিম তাদের সঙ্গে যোগ দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এমএস