৩০ এপ্রিল শাহাবাগে ঐক্যফ্রন্টের গণজমায়েত
নুসরাত হত্যাসহ সকল নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার বিকালে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। বৈঠক শেষে আ স ম আবদুর রব বলেন, আজ আমাদের বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত গুলো হলো- ৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত, নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলা শহরে গণশুনানী (তারিখ পরে জানানো হবে) এবং রমজান মাসে ইফতার মাহফিল ও সুধি সমাবেশ।
বিকাল ৪টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় ৬ টা পর্যন্ত।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








