পাকিস্তানি অভিনেত্রী মিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা: পাকিস্তানের অভিনেত্রী ইরতিজা রুবাব ওরফে মিরার বিরুদ্ধে শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোর কোর্ট। আর মিরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার সাবেক প্রেমিক আতিকুর রহমান। ইন্ডিয়া এক্সপ্রেস।
অন্যদিকে নোটিশ পাওয়ার কথা অস্বীকার করে এই অভিনেত্রী বলেছেন, “আদালত আমার কাছে নোটিস পাঠিয়েছে কি-না আমি সে বিষয়ে জানি না। আমার ব্যক্তিগত উকিল আলী সিবতানও এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি আসলে কি? আমি জানি না। কারণ আমি কোনো নোটিশ পাইনি।”
মিরা আরও বলেছেন, “আতিকুর একটা প্রতারক। সে আমার বিভিন্ন বিষয় নিয়ে, গত ৫ বছর ধরে আমাকে ব্ল্যাকমেল করছে। তার সব অভিযোগ মিথ্যা।”
অবশ্য, মিরার বিরুদ্ধে আতিকুরের অভিযোগ, মিরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৩ সালে ক্যাপ্টেন নাভিদ পারভেজকে বিয়ে করেন মিরা। আবার নাভিদের সঙ্গে থাকতে থাকতেই অপর একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দিয়েছে এই পাকি নায়িকা।
এর আগে লাহোরের দায়রা আদালত মিরাকে বহুবার হাজিরের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। ফলে শুক্রবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন মিরাকে লাহোরের আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ, ভারতেও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন মিরা। যার মধ্যে ‘নজর’ এ মিরার খোলামেলা অভিনয় নিয়ে রীতিমত সমালোচনার ঝড় উঠেছিল ভারত-পাকিস্তানে।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম