News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ২৭ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বিয়ের কথা স্বীকার করলেন মম

বিয়ের কথা স্বীকার করলেন মম

অবশেষে সত্য প্রমাণিত হলো জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের গুঞ্জন। এতদিন নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে আসছিলেন দুজন। কিন্তু বুধবার, ২০ নভেম্বর ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন তারা।

বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে কেক কাটার ছবি আপ্লোড দিয়ে লিখেছেন, “চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম।” আর মম তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, “তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য।”

এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিহাব শাহীন বলেন, “আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েক বছর প্রেম ছিল। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য।”

২০১০ সালের ৩১ মার্চ পরিচালক এজাজ মুন্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মম। সেই সংসারে মম একজন পুত্র সন্তানের মা হন। কিন্তু ২০১৩ সালের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর থেকেই শাহীন আর মমর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো।

নিউজবাংলাদেশ.কম/এএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়