News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ০৭:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২০

শিশুরা মাটি খুঁড়ে পেলো স্বাধীনতা যুদ্ধের গ্রেনেড!

শিশুরা মাটি খুঁড়ে পেলো স্বাধীনতা যুদ্ধের গ্রেনেড!

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরপাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বাধীনতা যুদ্ধের ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার রামপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই স্থলমাইন ও গ্রেনেড পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কয়েকজন শিশু উপজেলার রামপুরা গ্রামের মাছোর পুকুরপাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা ধান কাটার কাঁচি দিয়ে মাটি খুঁড়লে একে একে ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড বের হয়ে আসে।

শিশুরা এসব নিয়ে খেলা করছিল। গ্রামের লোকজন টের পেয়ে আদমদীঘি থানায় খবর দেন এবং বোমাগুলো বালতির পানিতে ডুবিয়ে রাখেন।

বোমা উদ্ধারের খবরে উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, মাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।

পুলিশের ধারণা, বোমাগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কালের। বোমাগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়