News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ অক্টোবর ২০১৯
আপডেট: ০০:৪৩, ৩১ জানুয়ারি ২০২০

ভারত টেস্টে তাসকিনকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা

ভারত টেস্টে তাসকিনকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা

ওপেনার তামিম ইকবালের সাথে মিরপুরে নেটে নিবিড় অনুশীলনে দেখা গেলো ডান হাতি পেসার তাসকিন আহমেদকে। দুজনই আছেন নিজেদের ফিরে পাওয়ার মিশনে। স্বেচ্ছা বিশ্রাম শেষে জাতীয় লিগের প্রথম রাউন্ডের মধ্য দিয়ে ফিরেছেন তামিম ইকবাল, ইনজুরি কাটিয়ে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামা হয়নি তাসকিনের।

অনুশীলনে ৬ ওভার বোলিং করেছেন ডানহাতি এ পেসার তাসকিন। অবশ্য তাসকিনের জন্য আশার খবর হলো, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা আসন্ন ভারত সফরের জন্য একজন দ্রুত গতির বোলার খুঁজছেন। আর এ কারণেই মূলত তাসকিনের প্রতি তাদের রয়েছে বাড়তি আগ্রহ। তাই তাসকিনকে স্কোয়াডে পাওয়ার জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি নির্বাচকরা।

বিশেষ করে টেস্ট দলের ব্যাপারেই বেশি চিন্তা নির্বাচকদের। কারণ ভারত সফরের মধ্য দিয়েই নিজেদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ সফরে ভালো করার দিকে বিশেষ নজর রয়েছে ক্রিকেট বোর্ডের। তাই টেস্টের স্কোয়াড গঠনের ব্যাপারে বাড়তি মনোযোগ দিয়েছেন নির্বাচকরা।

ভারতের মাটিতে এখন আর স্পিন স্বর্গের দেখা মেলে না। রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদের সঙ্গে পাল্লা দিয়ে এখন দেশের মাটিতেও অসাধারণ সব পারফরম্যান্স উপহার দেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা। ফলে সে দেশে খেলতে গিয়ে শুধুমাত্র স্পিনারদের ওপর নির্ভর করলে কাজ হবে না।

টেস্ট স্কোয়াডে দ্রুতগতির বোলারদের রাখতে চান নির্বাচকরা। বর্তমানে জাতীয় দলের আশপাশে থাকা পেসারদের মধ্যে গতির দিক থেকে অন্য অনেকের চেয়েই এগিয়ে তাসকিন আহমেদ। তবে জাতীয় লিগের পরবর্তী রাউন্ডেই খেলবেন তাসকিন। যেখানে আগামী ২৪ অক্টোবর তিনি নামবেন ঢাকা মেট্রোর হয়ে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। তাসকিনের ম্যাচ ফিটনেস ও বোলিং পারফরম্যান্স দেখার জন্য টেস্ট স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন নির্বাচকরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়