News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০২, ৯ অক্টোবর ২০১৯
আপডেট: ০০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০

২০০ কোটির ক্লাবে ‘ওয়ার’

২০০ কোটির ক্লাবে ‘ওয়ার’

হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে। মুক্তির ৭ দিনেই ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ তার এক ট্যুইট এ জানিয়েছেন, এবছরের বেশ কিছু বক্স অফিস ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিয়েছে হৃত্বিক ও টাইগারের ওয়ার। অনুমান করা যাচ্ছে শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে নেবে এই সিনেমা।

ধারণা করা হচ্ছে শিগগিরই ব্যবসার দিক থেকে কেসরি, টোটাল ধামাল, সাহো, ছিছোরে, সুপার ৩০ এবং গল্লি বয়, ভারত ও মিশন মঙ্গলের মতো সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘ওয়ার’।

২ অক্টোবর ভারতে ৪ হাজার এবং অন্যান্য দেশে ১ হাজার ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘ওয়ার’ সিনেমাটি।

দর্শকদের উৎসাহ দেখে শুক্রবার থেকে বাড়ানো হয়েছে সিনেমার হল সংখ্যা। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে অ্যাকশনধর্মী এই সিনেমা। যার প্রথম দিনের আয় ৫৩.৩৫ কোটি রুপি।

নিউজবাংলাদেশ.কম/এএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়