ঠাকুরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় বালাশুড়ি (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) শাকিলা।
নিহত বৃদ্ধা বালাশুড়ি লস্করা গ্রামের সুকুর বর্মণের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বাজার করে বাসার দিকে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) গোলাম মর্তুজা জানান, অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ এসপি